|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
জেলার ফকিরহাটের লখপুর স্পোটিং ক্লাবের আয়োজনে উৎসব মূখর পরিবেশে শুরু হয়েছে ৯ম ফরহাদ স্মৃতি লখপুর প্রিমিয়ার লীগ (এলপিএল) ক্রিকেট টুর্নামেন্ট। এতে ৮টি দল অংশগ্রহন করছে।
শনিবার সকাল ১০টায় লখপুর আলহাজ্ব আম্বিয়া ইছাক কলেজিয়েট স্কুল মাঠে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লখপুর গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিজ ও সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন।
বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল হোসেন, অধ্যক্ষ স. ম নাসিম উদ্দিন মাহতাব, ডা. গোলাম রব্বানী, আয়োজক কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. জসিম উদ্দিন শেখ।
অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন আল-আমিন শেখ ও রুবেল শেখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য ক্রিকেটপ্রেমী দর্শক।