|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
নড়াইলে ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় কোলা একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার বিকালে নড়াগাতি থানার মাউলী স্কুল মাঠে কলাগাছি বনাম কোলা ফুটবল একাদশের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হয়।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় প্রথমার্ধে কোনোদল গোলের দেখা না পেলেও শেষের দিকে কোলা ফুটবল একাদশের খেলোয়াড়রা দু’টি গোল করেন। সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করা হয়। মাউলী অগ্রদূত যুবসংঘের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ বোরহান উদ্দিন, লোহাগড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদ, মাউলী গ্রামের সরদার মিজানুর রহমান, গাজী রফিকুল ইসলাম, শেখ মোহাম্মদ নূর ইসলাম, জাহাঙ্গীর আলম লেন্টু, মাউলী পঞ্চপল্লী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ছানোয়ার মোল্যা, সুজিত কুমার বিশ্বাস, সুজন কুমার বিশ্বাস, মোহাম্মদ মাসুদ, শরিফুল, সোহাগ প্রমুখ।
খেলা পরিচালনা করেন হীরা শেখ। সহকারী ছিলেন তন্ময় ও সঞ্জাল শেখ।