ক্রিকেটারদের ফিট রাখতে বিসিবির গাইডলাইন

খেলা সারাবেলা
করোনা পরিস্থিতিতে মাঠের ক্রিকেট বন্ধ অনির্দিষ্টকালের জন্য বন্ধ। সারাবিশ্ব ও দেশে করোনাভাইরাসের এই দুঃসময়ে ঘরবন্দি ক্রিকেটারদের শারীরিক ও মানসিকভাবে ফিট রাখতে কাজ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। দুই ধরনের ফিটনেসের জন্য ক্রিকেটারদেরকে দৈনন্দিন নির্দেশনা দিয়েছে ক্রিকেট কর্তারা।
এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পয়লা এপ্রিল বুধবার নিজেদের এই উদ্যোগের কথা জানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বিসিবির অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে দৈনন্দিন এই অনুশীলনের নির্দেশনাবলী।
দেশের ক্রিকেটাররা শেষ মাঠে নেমেছিল গেল ১৬ই মার্চ। কবে নাগাদ আবার মাঠে ফিরবে ক্রিকেট, তার কোনো ঠিক নেই। এই পরিস্থিতিতে অলস সময় কাটিয়ে শারীরিক-মানসিক দুইভাবেই ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা আছে ক্রিকেটারদের। সঙ্গে অনেকদিন পর হঠাৎ মাঠে ফিরে চোটও পেতে পারেন তারা। এইসব চিন্তা মাথায় রেখে এই চেষ্টা বিসিবির।
বাসায় থেকে ফিটনেসের মৌলিক কাজ করতে পরামর্শ দিয়েছেন বিসিবির নতুন ‘হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স’ নিক লি। ফিটনেসের যন্ত্রপাতি কিংবা জিম না থাকলেও যেন কোনো সমস্যা না হয় এমন অনুশীলনের নির্দেশনাও দিয়েছেন তিনি।
ফিট থাকতে কীভাবে কী করবেন ক্রিকেটাররা, একটি তালিকা করে দেওয়া আছে বিসিবির অফিসিয়াল পেইজে। সঙ্গে মানসিক দিকগুলো নিয়ে কাজ করার জন্য বিসিবির চিকিৎসক দল একটি লিখিত ডকুমেন্ট তৈরি করেছে। সেটাও পাওয়া যাবে বোর্ডের ওয়েবসাইটে।
বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে করোনাভাইরাসের সঙ্গে লড়াই। এই চ্যালেঞ্জ মোকাবেলার কিছু নিয়ম-কানুন ও খাদ্যাভ্যাসের নির্দেশনাও দিয়েছে বিসিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন