|| সারাবেলা প্রতিনিধি, নড়াইল ||
নড়াইলের কালিয়া উপজেলায় শেষ হয়েছে একমাসের ফুটবল প্রশিক্ষণ কোর্স। জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণ কোর্সে অংশ নেন কালিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসার ৩০ জন ছাত্র।
মঙ্গলবার ৯ই মার্চ দুপুরে প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও জার্সি বিতরণ করা হয়। এছাড়া ফুটবল চর্চা অব্যাহত রাখতে জেলা ক্রীড়া অফিসের পক্ষ থেকে পাঁচটি বিদ্যালয়ে একটি করে ফুটবল দেয়া হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা তথ্য অফিসার ইব্রাহিম আল মামুন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন, চাঁচুড়ী-পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল গফুর শেখ, ফুটবল কোচ মুকুল চৌধুরীসহ অনেকে।
ক্রীড়া অফিসার কামরুজ্জামান জানান, প্রতিভাবান ফুটবল খেলোয়াড় গড়ে তুলতে ৫০ জনের মধ্য থেকে ৩০জন খেলোয়াড় বাছাই করা হয়েছে। ফুটবল কোচ মুকুল চৌধুরীর তত্ত্বাবধানে এদের প্রশিক্ষণ দেয়া হয়।