করোনা মোকাবেলায় প্রথম শ্রেণির চুক্তিবদ্ধ সব ক্রিকেটার

অনলাইন সারাবেলা
দেশের সব ধরনের ক্রিকেট অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ায় অনেক ক্রিকেটারই পড়েছেন আর্থিক অনিশ্চয়তায়। তারপরও কর্মহীন-দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন এসব ক্রিকেটার।
করোনাভাইরাসের কারণে সবখানে এখন স্থবিরতা। বেশিরভাগ মানুষ এখন ঘরবন্দী। কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। বিশেষ করে দিন এনে দিন খাওয়া মানুষেরা পড়ে গেছেন মহা দুর্যোগে। এসব দুস্থ মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এলেন প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ৯১ জন ক্রিকেটার।
নিজেদের এক মাসের বেতনের অর্ধেকটা দুস্থদের সাহায্যে দান করার সিদ্ধান্ত নিয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটাররা। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) তহবিলে এক মাসের বেতনের অর্ধেকটা জমা দেবেন চুক্তিতে থাকা ৯১ ক্রিকেটার।
কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল জানিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটারদের দেওয়া এই অর্থের পরিমাণ দাঁড়াবে ৮ থেকে ১০ লাখ টাকা। এ বিষয়ে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘নুরুল হাসান সোহান, তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনামুল হক জুনিয়ররা এমন উদ্যোগ নিয়েছে। এ ছাড়া আমাদের একটা গ্রুপ আছে, সেখানে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে নিজে থেকেই সবাই অংশগ্রহণ করেছে। এখান থেকে ৮ থেকে ১০ লাখ টাকা পাওয়া যেতে পারে।’
ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের কিছুটা আর্থিক নিশ্চয়তা দিতে ৮০-৯০ জন ক্রিকেটারকে প্রথম শ্রেণির চুক্তির আওতায় আনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি গ্রেডে এসব ক্রিকেটারের বেতন দেওয়া হয়। প্রথম গ্রেড থাকা ক্রিকেটাররা বেতন পান ২৮ হাজার ৭৫০ টাকা। দ্বিতীয় ও তৃতীয় গ্রেডে থাকা ক্রিকেটাররা যথাক্রমে বেতন পান ২৩ হাজার ও ১৭ হাজার ২৫০ টাকা।
করোনাভাইরাসের কারণে দেশের সব ক্রিকেট স্থগিত আছে। বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিসিবি। অথচ এই লিগটা অনেক ক্রিকেটারের কাছে একমাত্র আয়ের উৎস। স্থগিত হয়ে যাওয়ায় অনেকেই আর্থিক অনিশ্চয়তায় পড়ে গেছেন।
এই মুহূর্তে বিসিবি থেকে পাওয়া এক মাসের বেতন অনেক ক্রিকেটারেরই কাজে লাগতে পারে। কিন্তু নিজেদের কথা না ভেবে করোনায় কর্মহীন হয়ে মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারা।
নুরুল হাসান সোহান ও তুষার ইমরান আর্থিক সহায়তা দেওয়ার এই বিষয়ে উদ্যোগ নেন। এমন উদ্যোগে মত দিয়ে কাজ শুরু করেন এনামুল হক জুনিয়র ও জহুরুল ইসলাম অমি। ক্রিকেটারদের সঙ্গে কথা বলার পর সবাই সম্মতি দেন। এরপর অর্ধেক মাসের বেতন কোয়াবের তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন তারা।
এ বিষয়ে নুরুল হাসান সোহান বলেছেন, ‘এখন যে অবস্থা চলছে, সবাই সবাইকে সাহায্য করছে। তো সবার সঙ্গে কথা বলে আমরাও চিন্তা করেছি যে কিছু অর্থ যদি দিতে পারি ভালো হবে। হয়তো সবাই নিজের মতো করে দিচ্ছে, কিন্তু এক সাথে করে দিলে একটা বড় পরিমাণ হবে। হয়তো এখান থেকে ১০-১২ লাখ টাকা আসবে। তো সেই চিন্তা থেকেই আমরা এমন উদ্যোগ নিয়েছি।’
যদিও এ বেতনের টাকাটাই অনেক ক্রিকেটারের কাছে গুরুত্বপূর্ণ বলে জানালেন সোহান। তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারের কাছে এই টাকাটাও গুরুত্বপূর্ণ। অন্যান্য শহরের অনেকেই প্রতিষ্ঠিত না, এমন ক্রিকেটারদের জন্য এ্ই টাকাও গুরুত্বপূর্ণ। কারণ লিগ হচ্ছে না। এ সময়ে ১০-১৫ হাজার টাকাও অনেকের কাছে বড় ব্যাপার। অনেকের জন্যই এখন সাহায্য করা কঠিন। তবু সবাই নিজে থেকেই এগিয়ে এসেছে।’
এনামুল হক জুনিয়র বলছেন, ‘গতকাল (বুধবার) এই পরিকল্পনাটা হয়েছে। সোহান, তুষার ভাই আমাদের ফোন করেছিলেন। বলছিলেন এই ব্যাপারটা করলে কেমন হয়। এরপর আমরা ফোনে ফোনে কয়েকজন মিলে কথা বলি। অমিও (জহুরুল ইসলাম) আছে। সবাই মিলে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সবাই এখন সাহায্য করছে। তো আমাদেরও মনে হয়েছে এগিয়ে যাওয়া উচিত। আমাদের আশেপাশের কর্মহীন-অস্বচ্ছল মানুষরা খুব বিপদে আছেন। এটা দেখেই সব খেলোয়াড়রা এগিয়ে এসেছে।’
অভিজ্ঞ ক্রিকেটার তুষার ইমরান জানালেন, মানুষের পাশে থাকার চিন্তা থেকেই এমন উদ্যোগ নেওয়া। তিনি বলেন, ‘এটা একটা মহৎ উদ্যোগ। আমরা আসলে মানুষের পাশেই থাকতে চাই। কিছুটা হলেও সাহায্য করতে পারছি আমরা, এটাই বড় কথা। ৯১ জন ক্রিকেটারকে যে রাজি করাতে পেরেছি, এটাও বড় কথা। আমাদের সর্বনিম্ন বেতন সম্ভবত ১৮ হাজার টাকার মতো। এখান থেকে অর্ধেকটা দিলে খুব সমস্যা হওয়ার কথা না। এই মুহূর্তে সবারই এগিয়ে যাওয়া উচিত।’
নিজ নিজ জায়গা থেকে অনেকেই দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। জাতীয় দলের পেসার রুবেল হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাসকিন আহমেদরা ব্যক্তিগতভাবে কর্মহীন মানুষদের সাহায্য করেছেন। এ ছাড়া বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ১৭ ক্রিকেটার ও সাম্প্রতিক সময়ে সিরিজ খেলা আরও ১০ ক্রিকেটার; মোট ২৭ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন দুস্থ মানুষের সাহায্যে। তাদের দান করা অর্থের পরিমাণ প্রায় ২৬ লাখ টাকা।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন