করোনাদুর্গতের জন্য নিলামে মুশফিকের ইতিহাসগড়া ব্যাট

|| খেলা সারাবেলা, ঢাকা ||

এই ব্যাটেই করেছেন নিজের প্রথম দুইশ’ যা কিনা দেশের ক্রিকেটেও প্রথম। আর সেই ইনিংসটি মুশফিকেরতো বটেই বিশেষ এক জায়গা করে নিয়েছে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। ইতিহাসগড়া যে ইনিংস তিনি খেলেছিলেন যে ব্যাটে সেই ব্যাট তিনি এতোদিন রেখেছিলেন সযত্নে। আর সেই ব্যাট তিনি এবার উৎসর্গ করতে যাচ্ছেন দেশের করোনায় বিপর্যস্ত অসহায়, দুর্গত মানুষদের জন্য। এইতো মুশফিক। মি. ডিপেন্ডেবল।

মুশফিক জানিয়েছেন, কবে কোথায় এই নিলাম হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে কোনো অনলাইন প্ল্যাটফর্মে নিলামে তোলার ইচ্ছে আছে তার। টেস্ট ক্রিকেটে এক যুগেরও বেশি পথচলার পর মুশফিকের হাত ধরে একজন ডাবল সেঞ্চুরিয়ান পেয়েছিল বাংলাদেশ। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন ঠিক ২০০।

নিজের কাছে থাকা স্মারকগুলোর মধ্যে মুশফিকের হৃদয়ের খুব কাছে এই ব্যাট। কিন্তু দুঃস্থদের সহায়তায় এমন প্রিয় কিছু হাতছাড়া করতে খুব একটা ভাবতে হয়নি, জানালেন মুশফিক।

তিনি বলেন, ‘“অবশ্যই ব্যাটটি আমার কাছে বিশেষ। এরকম একটা ইতিহাসের সঙ্গে নিজের নাম জড়িয়ে আছে ওই ব্যাট দিয়েই, অনেকের চাইলেও এমন কিছুর সৌভাগ্য হয় না। প্রথম ডাবল সেঞ্চুরিয়ান তো আর কেউ হতে পারবে না। আমার খুবই ভালোলাগার একটি ব্যাট এটি। কিন্তু মানুষের জীবনের চেয়ে বড় কিছু নেই। তাই এটিই নিলামে তুলতে যাচ্ছি।”

তিনি বলেন, “আমার এই ত্যাগের কারণে যদি দুই-একজন মানুষেরও উপকার হয়, এই দুঃসময়ে তারা কিছু সাহায্য পায়, তাহলে সেটিই আমার জন্য হবে বড় পাওয়া।”

সমৃদ্ধ ক্যারিয়ারে নিজের অনেক স্মারকই তার সংগ্রহে আছে। মুশফিক জানালেন, ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া পেলে অন্যগুলিও নিলামে তুলবেন। বললেন, “যদি দেখি যে ডাবল সেঞ্চুরির ব্যাটে ভালো সাড়া মিলছে, তাহলে আমার কাছে আরও স্মারক আছে, সেগুলিও নিলামে তুলব। আমার ত্যাগ থেকে যদি মানুষের উপকার হয়, এর থেকে ভালো কিছু আর হতে পারে না আমার কাছে।”#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন