|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা পূর্বাঞ্চলের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। এগুলো হচ্ছে নরসিংদীর গাবতলী ও পাকুরিয়া বাজার এবং গাজীপুরের নলজানি।
বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়্যাল প্লাটফর্মে এসব এজেন্ট আউটলেট উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্ল্যাহ।
ব্যাংকের নির্বাহী, সংশ্লিষ্ট শাখাপ্রধান, আউটলেটগুলোর স্বত্বাধিকারী, গ্রাহক, শুভানুধ্যায়ী এবং স্থানীয় বিশিষ্টজনেরা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সংবাদসূত্র: বিজ্ঞপ্তি।