|| সারাবেলা প্রতিনিধি, সৌদি আরব ||
সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইরের সঙ্গে বৈঠক করলেন দেশটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর অফিসে এ বৈঠক হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবাইর রাষ্ট্রদূতকে অভ্যর্থনা জানান ও রাষ্ট্রদূতের সকল কর্মকান্ডের সাফল্য কামনা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।
বৈঠকে আরো উপস্থিত ছিলেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (প্রটোকল) রাষ্ট্রদূত আজ্জাম আল কাইন ও বাংলাদেশ দূতাবাসের উপ-মিশন প্রধান এস এম আনিসুল হক।
রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ের প্রথম সচিব ফখরুল ইসলাম ১৩ই সেপ্টেম্বর রোববার জানান, গত ১০ই সেপ্টেম্বর এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।