ছেলে হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে আগামী ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতারের আল্টিমেটাম দিয়েছেন পুলিশী নির্যাতনে খুন হওয়া রায়হানের মা। গতকাল রোববার সিলেট নগরের আখালিয়ায় রায়হান আহমদের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে খুন হন রায়হান।সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কন্ঠে রায়হানের মা সালমা বেগম ছয়টি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, রায়হান হত্যাকান্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিটি, রায়হান হত্যায় জড়িত পুলিশের উপ পরিদর্শক (এসআই) আকবর ভূঁইয়াসহ দোষীদের দ্রুত গ্রেফতার করা, পালিয়ে থাকা এসআই আকবর ভূঁইয়াকে গ্রেফতারে আইজিপির নির্দেশ, পুলিশ কমিশনানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বক্তব্য, নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন। এছাড়াও আগামী ৭২ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার না করলে হরতাল অবরোধেরও হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে সালমা বেগমের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের মামাতো ভাই শওকত।