সাইকেলে চড়ে কর্মস্থলে আসলেন বিচারপতি!

বিষয়টি আশ্চর্য মনে হলেও ঘটনা সত্য। যেখানে প্রটোকল পুলিশ প্রটেকশন ছাড়া আদালতে প্রবেশ করেন না নিম্ন আদালতের বিচারক, সেখানে হাইকোর্টের বিচারপতি কর্মস্থলে আসলেন বাই সাইকেলে চড়ে। 

|| সারাবেলা প্রতিবেদন ||

বিষয়টি আশ্চর্য মনে হলেও ঘটনা সত্য। যেখানে প্রটোকল পুলিশ প্রটেকশন ছাড়া আদালতে প্রবেশ করেন না নিম্ন আদালতের বিচারক, সেখানে হাইকোর্টের বিচারপতি কর্মস্থলে আসলেন বাই সাইকেলে চড়ে।

রোববার এমন চিত্র দেখা গেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে।

সাইকেলই নিরাপদ বাহন উল্লেখ করে এই বিচারপতি বলেছিলেন, ‘এতে ডায়াবেটিস কমে যাবে, স্বাস্থ্য ভালো হবে, অসুখ-বিসুখ কমে যাবে, হাইপ্রেশার কমে যাবে। তাহলে কেন আমরা এটা করতে পারি না?’

গত নভেম্বরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের পাশে সাইকেল শেড উদ্বোধন অনুষ্ঠানে পরিবেশবান্ধব বাহনটিতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন বিচারপতি আশরাফুল কামাল। হাইকোর্টের এ বিচারক তার কথা রেখেছেন।

সাইকেলে চড়ে আদালত প্রাঙ্গণে প্রবেশ করেন তিনি। এ সময় আইনজীবীরা তাকে স্বাগত জানান।

‘দূষণ ও যানজট মুক্ত নগরী গড়তে সাইকেলের বিকল্প নেই। বিচারপতি আশরাফুল কামাল রোববার সাইকেল চালিয়ে বাসা থেকে কোর্টে এসেছেন। এতে রচিত হলো নতুন ইতিহাস।’

৫ নভেম্বর সুপ্রিম কোর্ট বারের ওই অনুষ্ঠানে সাইকেলের জন্য সড়কে আলাদা লেন চালু করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন বিচারপতি কামাল। অ্যাটর্নি জেনারেল এ এম আমিনউদ্দিনের মাধ্যমে তিনি এ দাবি জানান।

হাইকোর্টের এ বিচারক বলেছিলেন, ‘সাইকেল একটি পরিবেশবান্ধব বাহন। এতে কোনো তেল খরচ হয় না। আমি নিজেও সাইকেলে কোর্টে আসতে চাই। চেষ্টা করছি, শিগগিরই আমি একটা সাইকেল কিনে বাসা থেকে কোর্টে আসব।

‘আমরা মাঝে মাঝেই আসতে পারি। তাতে অসুবিধার কী? এতে সরকারের জ্বালানি খরচ বাঁচবে, পরিবেশ সুন্দর হবে। আমরা বাসা থেকে ১০০ গাড়িতে যখন কোর্টে আসি, তখন কিন্তু একটা যানজটেরও সৃষ্টি হয়, যেটা সামলানোও সাংঘাতিক।’

নারীদের জন্য সাইকেলে অফিসযাত্রা আরও নিরাপদ ও স্বাধীন বলেও মন্তব্য করেন এ বিচারপতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন