|| আব্দুল্লাহ হেল বাকী, ধামইরহাট (নওগাঁ) থেকে ||
লেবু চাষ করে গ্রামের অন্য সবার কাছে অনুসরনীয় হয়ে উঠেছেন নওগাঁর ধামইরহাটের শিবাবাটির হাবিবুর রহমান। তিনি এখন সবার কাছে এক নামে পরিচিত লেবুচাষী হিসেবে।
উপজেলা সদর থেকে পশ্চিমে মাত্র তিন কি.মি এগুলেই দেখা মিলবে শিববাটি গ্রামের বিস্তীর্ণ এলাকাজুড়ে পড়ে আছে ফসলি জমি। অচেনা কোন পথিক জমির আইল অথবা রাস্তা দিয়ে হেঁটে যেতে চাইলে কিছুক্ষণ তাকে স্বস্তির নিঃশ্বাস নিতেই হবে। কারণ, মুক্ত বাতাসের চারদিকে নাকের ভেতরে ভেসে আসে মন পাগল করা লেবু ফুলের ঘ্রাণ।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/02/Naogaon-Dhamoir-hat-Lemon-Pic-From-Baki-12-02-2021-2-226x300.jpeg?resize=358%2C476&ssl=1)
ভিটামিন সি ও অনান্য পুষ্টি গুন সমৃদ্ধ রসে ভরা লেবু চাষে নজির গড়েছেন মো. হাবিবুর রহমান হাবিব। তিনি আলমপুর ইউনিয়নে দক্ষীণ শিববাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে। আম ও লিচু বাগানের পাশাপাশি তিনি লেবু চাষে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন।
লেবু চাষের বিষয়ে হাবিবুর রহমান হাবিব বলেন, আমার বন্ধুর অনুপ্রেরনায় প্রথম গাছের প্রতি ভালোবাসা জন্মে। সে অনুপ্রেরনা থেকে ২০০৩ সালে অল্প পরিসরে প্রথম লেবুর বাগান করি। তখন লেবু গাছের জাত সম্পর্কে খুব একটা পরিচিতি না থাকায় বছরে একবার ফলন পেতাম।
তিনি আরও বলেন, আমি ৩৩ শতক জমিতে লেবুর বাগান গড়ে তুলেছি। বাগান জুড়ে পুরোটায় চায়না থ্রী বারোমাসি লেবুর গাছ রয়েছে। কৃষিবিদ সেলিম রেজা স্যারে’র পরামর্শে চায়না থ্রী বারোমাসি লেবুর গাছ লাগিয়ে বাগান থেকে প্রতিদিন থোকায় থোকায় লেবু পাচ্ছি।
এক সময় এসব পড়ে থাকা জমিতে এখন দেখা মেলে চোখজুড়ানো সারি সারি লেবুর বাগান। লেবু ফুলের পাপড়িতে মধু আহরণে চঞ্চল ভ্রমরের নাচানাচি মন মাতানো নানান রঙয়ের প্রজাপতির পদচারণায় যেকোন পথিকের ক্লান্ত মন জুড়িয়ে যাবে নিঃশ্চিত।
আলাপ চারিতার ফাকে হাবিবুর রহমান বলেন, লেবুর রোগ বালাই কম। সব খরচ বাদ দিয়ে আমার বাগান থেকে বছরে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার লেবু বিক্রি করে থাকি। একটা মজার বিষয়, বাগান থেকে শুধু লেবুই নয় গাছে কাটিংয়ের মাধ্যমে চারা তৈরি করেও বছরে দুই থেকে আড়াই লাখ টাকা আয় করছি।
একটি বারোমাসি লেবু গাছের থোকায় ছয় থেকে আটটি লেবু ধরে থাকে। ভিটামিন সি ও অনান্য পুষ্টি গুন সমৃদ্ধ রসে ভরা লেবুর চাহিদা বেশি বাজারে দামও ভালো পাওয়া যায়।
স্বপ্ন জয়ী হাবিব বলেন, এখন আমি শুধু স্বপ্নই দেখিনা স্বপ্ন দেখাই এলাকার মানুষকে। বেকার যুবকদের লেবু চাষে উদ্বুদ্ধ করছি। লেবু চাষ করে এখন আমি সফল ও স্বাবলম্বী।