লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ

বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৬৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। উল্লেখিত সময়ে মারা গেছে ২৫ জন।

টানা দ্বিতীয় দিনেও শনাক্ত সাড়ে তিন হাজারের বেশি ‍মৃত ২৫

|| সারাবেলা প্রতিবেদন ||

গেলো প্রায় সাতদিন ধরে দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণসংখ্যা। বুধবারও মঙ্গলবারের মতো দেশে সাড়ে তিন হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এক দিনে মৃত্যুর সংখ্যাও বেড়েছে আগের দিনের চেয়ে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৫৬৭ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। উল্লেখিত সময়ে মারা গেছে ২৫ জন।

এর আগে গতবছরের ১৬ই জুলাই দেশে সর্বোচ্চসংখ্যক মোট ৩ হাজার ৭৩৩ জন নতুন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় নতুন ৩ হাজার ৫৬৭ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় এ পর্যন্ত দেশে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৮০ হাজার ৮০৮ জনে। আর গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়া ২৫ জনকে নিয়ে দেশে প্রাণঘাতি এই ভাইরাসে মোট ৮ হাজার ৭৬৩ জন মারা গেলো।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এমন আরও ১ হাজার ৯১৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। এদের নিয়ে এ পর্যন্ত সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো মোট ৫ লাখ ২৭ হাজার ৯০৯ জন।

প্রসঙ্গত বাংলাদেশে গত বছর ৮ই মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ই মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৫ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ২রা জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ই মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ই মার্চ তা সাড়ে আট হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে গত বছরের ৩০শে জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

এদিকে বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১২ কোটি ৪২ লাখ পেরিয়েছে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৭ লাখ ৩৫ হাজার। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ৩৪তম স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৪১তম অবস্থানে।

সংবাদ সারাদিন