মানুষের ঢল ঠেকাতে ফেরিঘাটে বিজিবি মোতায়েন

করোনা পরিস্থিতিতেই ঘরমুখো মানুষের ভিড় সামলাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

|| সারাবেলা প্রতিবেদন ||

করোনা পরিস্থিতিতেই ঘরমুখো মানুষের ভিড় সামলাতে মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে।  

দুই ফেরিঘাটে দক্ষিণাঞ্চলগামী মানুষের ব্যাপক ভিড় ছিল আজ। ফেরি বন্ধ করা হলেও মানুষের অত্যাধিক চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে সেখানকার দায়িত্বরত সংস্থাগুলোর পক্ষে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সন্ধ্যার পর থেকে ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে।’

বিজিবির পরিচালক (অপারেশনস) লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন, শনিবার বিকেল থেকে মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জে বিজিবি মোতায়েন করা হয়েছে। তারা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর–লৌহজং সার্কেল) আসাদুজ্জামান বলেন, বিজিবি রোববার সকাল থেকে বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ শুরু করার কথা।

সংবাদ সারাদিন