মানিকগঞ্জে তেরশ্রী গণহত্যা দিবস পালিত

পতাকা উত্তোলন, নিরবতা পালন, শোঁক র‌্যালি ও স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে

|| সারাবেলা প্রতিনিধি, মানিকগঞ্জ ||

পতাকা উত্তোলন, নিরবতা পালন, শোঁক র‌্যালি ও স্মৃতিস্তম্ভে ফুলদিয়ে শ্রদ্ধাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ২২ নভেম্বর এই দিনে বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুচিয়ে ও আগুনে পুড়িয়ে তেরশ্রীর জমিদার সিদ্ধেশ্বর প্রসাদ রায় চৌধুরীসহ ৪৩ জনকে হত্যা করে পাকিস্থানি হানাদার বাহিনী।

দিবসটি উপলক্ষে আজ রোববার সকালে মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী শহীদ স্মৃতিস্তম্ভে পতাকা উত্তোলন, নিরবতা পালন, ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ ও বিএনপিসহ বিভিন্ন সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, ঘিওর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুস সালাম সহ আরও অনেকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন