নারায়ণগঞ্জে বিজয় দিবস উদযাপন

|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||

আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এ দিনটি বাঙালি জাতির জীবনে এক গৌরবোজ্জ্বল স্মরণীয় দিন।  এদিন ভোরে নারায়ণগঞ্জের চাষাড়া বিজয়স্তম্ভে প্ষ্পুস্তবক অর্পন করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন,পুলিশ সুপার জায়েদুল আলম, আওয়ামীলীগ,জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের নেতৃবৃন্দ ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী-আধা সরকারী, বেসরকারী সকল ভবণ সমূহে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভ সূচনা শুরু হয়। এছাড়া বাদ যোহর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সমূহে শহীদ মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিকে ক্যাবল অপারেটর ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু মহান বিজয় দিবস উপলক্ষে ১২ হাজার পরিবারের মাঝে মাছ বিতরণ করেছেন।

সংবাদ সারাদিন