|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে তরুণদের লেখালেখিতে উদ্ধুদ্ব করে গড়ে তুলতে কাজ করছে। এরই ধারাবাহিকতায় আগামী ৩০ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত সারাদেশে সদস্য সংগ্রহ করছে তরুণ লেখকদের সর্ববৃহৎ এ সংগঠনট। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা সদস্য আবেদন করতে পারবে বলে জানান সংগঠনটির সভাপতি জাহানুর ইসলাম। তিনি আরো বলেন, লেখালেখিতে দক্ষ করে গড়ে তুলতে আমরা সদস্যদের নিয়ে হাতে কলমে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম করে থাকি। যেহেতু বর্তমানে দেশে মহামারী চলছে, তাই ভার্চুয়াল পদ্ধতিতেই আমাদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে।
সদস্য আবেদন ফরম পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে www.bycwf.com সাইট থেকে। আবেদন ফি ১০০ টাকা।
উল্লেখ্য, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। সংবাদসুত্র: বিজ্ঞপ্তি