জামালপুরে এবতেদায়ী শিক্ষকদের মানববন্ধন

রেজিষ্ট্রেশনকৃত সকল এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি দিয়েছেন জামালপুরের এবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার দুপুরে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দরা এই মানববন্ধনের আয়োজন করেন।

জামালপুর জেলা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মো: আনোয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে সাধারন সম্পাদক মো: ছোহরাব আলী, সদস্য মো: লিয়াকত আলী, মো: মোতাসিম বিল্লাহসহ সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ১৯৮৪ সালে এদেশে এবতেদায়ী মাদ্রাসা স্বীকৃতি পায়। এরপর ৩৬ বছর যাবত এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা বিনা বেতনে চাকরি করছে। এই অবস্থায় অর্ধাহারে অনাহারে দিন পার করতে হচ্ছে তাদের। মাদ্রাসা শিক্ষকদের এই কষ্ট লাঘবের জন্য দেশের সকল এবতেদায়ী মাদ্রাসা জাতীয়করনের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধনে জেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসার শতাধিক শিক্ষক অংশগ্রহন করেন।

মানবন্ধনের পর ৬দফা দাবি জানিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের মাধ্যমে প্রধান মন্ত্রী ও শিক্ষা মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের নেতারা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন