খেলতে গিয়ে প্রাণ গেল জিসানের

করোনার কারণে স্কুল বন্ধ। খেলতে গিয়েছিল বাড়ি থেকে কিছুটা দুরে। বাড়ির পাশে দুই থেকে তিনটি মাঠ রয়েছে। তবে বাড়ির সামনে কোন মাঠ না থাকায় সাঈদ মিয়ার বাড়ির সামনের মাঠে খেলতে যায় জিসান।

|| শিপন মীর, নারায়ণগঞ্জ থেকে ||

করোনার কারণে স্কুল বন্ধ। খেলতে গিয়েছিল বাড়ি থেকে কিছুটা দুরে। বাড়ির পাশে দুই থেকে তিনটি মাঠ রয়েছে। তবে বাড়ির সামনে কোন মাঠ না থাকায় সাঈদ মিয়ার বাড়ির সামনের মাঠে খেলতে যায় জিসান।

খেলতে গিয়ে সাইদ মিয়ার বাড়ির সামনের রাস্তা দিয়ে খেলার সাথীকে ডাকতেও গিয়েছিল সে। পরিকল্পনা ছিল খুব জমিয়ে খেলবে বন্ধুদের নিয়ে। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে ফতুল্লার রামারবাগ এলাকার সাঈদ মিয়ার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে। এতে পাশের একটি টিন সেডের বাড়ির টিন ভেঙ্গে অর্ধেকটা ঢুকে যায় জিসানের শরীরের ভেতরে। বাকিটা থাকে বাইরে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে সেপটিক ট্যাঙ্কের এই বিস্ফোরণ ঘটে। এতে শুধু শিশু জিসানই নয়, মারা গেছে আরো দুইজন। ছেলে হারিয়ে জিসানের মা এখন প্রায় বাকরুদ্ধ্ব। বললেন, “আমি এমন এক রোগে ভুগছি গতকাল বলেছিলাম ছেলের নাতি দেখতে পারবো না। প্রতিবেশিরা বলেছিল, এটা কোন রোগ না। ছেলের ঘরের নাতি, পুতিও দেখে যেতে পারেবেন। কিন্তু আজই আমার সোনামণিটাই চলে গেল। তিনি বলেন, জিসান পঞ্চম শ্রেণিতে পড়তো। সদর উপজেলা সংলগ্ন কমর আলী স্কুলে ভর্তি করার চেষ্টাও চলছিল।

সন্তানের লাশ নিয়ে এভাবেই কাঁদছেন জিসানের মা। ছবিঃ সংবাদ সারাবেলা

নারায়ণগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল হোসেন বিপু জানান, বিস্ফোরনে দগ্ধ হয়ে ৪ জন চিকিৎসা নিতে আসে। এর মধ্যে জিসান পথেই মারা গেছে। আরেক ব্যক্তি আব্দুর রাজ্জাককে জীবিতই আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আহত আরেক শিশু শাকিবের অবস্থা বিবেচনা করে ঢাকা হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।

উল্লেখ্য, মাত্র ৫ থেকে ৬ ফিটের সরু গলিতে কোন ধরণের পরিকল্পনা ছাড়াই চাঁদপুর থেকে এসে জমি কিনে ৩ তলা ভবনটি নির্মাণ করছেন সোলাইমান ও সাঈদ খানরা। স্থানীয়রা জানিয়েছেন, নেই কোন সরকারের অনুমোদন। কোন রকম থাকার ব্যবস্থা করে দিয়ে তুলছেন ভাড়া।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন সংবাদ সারাবেলাকে জানান, ঘটনাস্থলে আমাদের ফোর্স রয়েছে। বিস্ফোরণ নিয়ে বাড়িটিতে কাজ করছেন সিআইডির ক্রাইম সিন, পিবিআই নারায়ণগঞ্জের পুলিশের একটি দল ও ফতুল্লা থানা পুলিশ।

সংবাদ সারাদিন