আনোয়ারায় পুকুরে ডুবে প্রাণ গেলো শিশুর

চট্টগ্রামের আনোয়ারার পীরখাইন গ্রামে নিজ বাড়ির পুকুরে ডুবে ফারজানা মাহমুদ ওহী (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, (আনোয়ারা) চট্টগ্রাম ||

চট্টগ্রামের আনোয়ারার পীরখাইন গ্রামে নিজ বাড়ির পুকুরে ডুবে ফারজানা মাহমুদ ওহী (৭) নামের  এক শিশুর মৃত্যু হয়েছে। 

রোববার ৪ঠা এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে ওই শিশুর বাড়ির আঙিনায় খেলতে গিয়ে পুকুরে পরে এ দূর্ঘটনা ঘটে।

জানা যায়,  ফারজানা ঐ এলাকার প্রবাসী বখতিয়ার মাহমুদের  বড় মেয়ে। এবং পীরখাইন আয়েশা হক তা’লিমুল কোরআন ইনস্টিটিউটের ২য় শ্রেণীর শিক্ষার্থী। 

এই বিষয়ে ফারজানার চাচা আরফাত জানান, ছোট বাচ্চাদের সাথে খেলার চলে ফরজানা পুকুরে পড়ে গেলে তার সাথে থাকা বাচ্চারা এসে ঘরে খবর দেয়।    তারপর ফারজানাকে উদ্ধার করে প্রথমে চন্দনাইশ উপজেলার আমরা মেডিকেল হাসপাতালে এবং পরবর্তীতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক ডাঃ বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন,আজ সন্ধা নাগাদ পীরখাইন থেকে ফারাজানা নামের ৭বছর বয়সী এক শিশু মৃত অবস্থায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়, আমরা শিশুটিকে মৃত ঘোষণা করে তার পরিবারের কাছে হস্তান্তর করি।

সংবাদ সারাদিন