হবিগঞ্জে কষ্টিপাথরের মূর্তিসহ আটক ২

হবিগঞ্জে জেলার বাহুবল উপজেলা থেকে প্রাচীন কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

|| সারাবেলা প্রতিনিধি, হবিগঞ্জ ||

হবিগঞ্জে জেলার বাহুবল উপজেলা থেকে প্রাচীন কষ্টিপাথরের মূর্তিসহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শনিবার ১৬ই এপ্রিল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন  উওরসুর গ্রামের মৃত আব্দুল লতিব মিয়ার পুত্র  সানু মিয়া ও অপরজন হলেন হরিতলা গ্রামের আব্দুল সামাদ মিয়ার পুত্র  মোঃ হারুন মিয়া।

‌র‍্যাব জানায়,  হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন ৪নং বাহুবল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তরসুর গ্রামের আটক সানু মিয়ার পূর্ব দুয়ারী টিনসেড পাকা ঘরের ভিতরে উত্তর পার্শ্বের রুমের ভিতর অভিযান পরিচালনা করে প্রাচীন কষ্টিপাথরের  ‘ মূর্তি ’  জব্দ ও দুইজনকে গ্রেফতার করা হয়।

এ সময় তাদের গ্রেফতার করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব The Special Powers Act, 1974 এর 25-B এর 1(a)/25-D  ধারায় নিয়মিত মামলা রুজু করে আসামী দুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। 

সংবাদ সারাদিন