|| সারাবেলা প্রতিনিধি, ফিনল্যান্ড ||
ফিনল্যান্ডের পিয়েতারসারি সিটি কাউন্সিল নির্বাচনে সুইডিশ পিপলস্ পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের মানুষ হিজ্জাতুল আলম হিমেল। বাংলাদেশে তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামে। মাত্র ২৫ বছরের যুবক হিমেল সুইডিশ ইয়্যুথ পার্টির একজন সক্রিয় সদস্য।
আগামী ১৩ই জুন অনুষ্ঠিত হবে পিয়েতারসারি সিটি কাউন্সিলের এই নির্বাচন। তার সাথে আরোও ১৪৭ জন প্রার্থী নির্বাচন করছেন। নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী হিসেবে লড়ছেন হিমেল। ২০১৬ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে ফিনল্যান্ডে আসেন এই তরুণ রাজনীতিবিদ।
হিজ্জাতুল আলম হিমেল বলেন, “আমি নির্বাচনে জয়লাভ করলে এই সিটিতে বসবাসরত প্রবাসী এবং জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করবো। পাশাপাশি ক্রীড়া বিভাগের উন্নতির জন্যও কাজ করতে চাই এবং সরকারি পৃষ্ঠপোষকতায় একটি মসজিদ নির্মাণ সহ অন্যান্য ধর্মাবলম্বীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে কাজ করতে চাই। আমি, আমার পরিশ্রম দ্বারা দেশের বাইরেও দেশের মুখ উজ্জ্বল করতে চাই।” বর্তমানে এই নির্বাচনে আগাম ভোট চলছে।