দেশে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ বাড়ছে

করোনা মহামারির প্রাদুর্ভাবের কারনে অনেক প্রবাসী দেশে ছুটিতে গিয়ে দেশে আটকে পড়েছন আবার অনেকে ছুটি লাগিয়েও বিমান চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের সকলেরই দু:শ্চিন্তার অবসান হলো।

|| সাগর চৌধুরী, মধ্যপ্রাচ্য প্রতিনিধি ||

করোনা মহামারির কারনে দেশে গিয়ে আটকে পড়া সৌদি প্রবাসীদের ছুটি ও ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বিনা মাশুলে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।

রাজকীয় সৌদি আরব সরকারের পাসপোর্ট (জাওয়াযাত) কর্তৃপক্ষ ৭ই সেপ্টেম্বর তাদের টুইটার এবং ফেসবুক একাউন্টে বিজ্ঞপ্তি দিয়ে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট নিম্নল্লোখিতি সিদ্ধান্ত জানিয়েছে।

০১. মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ ১লা আগস্ট ২০২০ থেকে ৩১শে আগস্ট ২০২০ তারিখের মধ্যে শেষ হয়ে গিয়েছে তাদেরে আকামার মেয়াদ শেষ হওয়ার দিন থেকে পরবর্তী এক মাসের জন্য ইকামার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে কোন ফি ছাড়াই বাড়িয়ে দেওয়া হবে।

০২. গৃহকর্মী (আমেল মানজিলি, সায়েক খাস) জাতীয় পেশার কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ইকামার মেয়াদ এবং এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বাড়বে।

০৩. মুয়াসসাসা এবং কোম্পানির যে সমস্ত কর্মীরা এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়ে ছুটিতে দেশে যাওয়ার পর ইকামার মেয়াদ আছে কিন্তু রি এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বেড়ে যাবে।

০৪. যারা (সকল ধরণের কর্মী)এক্সিট রি-এন্ট্রি ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় ছুটিতে দেশে যেতে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের এক্সিট রি এন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বাড়বে।

০৫. যারা (সকল ধরণের কর্মী) ফাইনাল এক্সিট ভিসা নিয়েও ফ্লাইট না থাকায় সৌদি আরব ছাড়তে পারেননি এমনকি ভিসার মেয়াদও শেষ হয়ে গিয়েছে তাদের ফাইনাল এক্সিট ভিসার মেয়াদ আগামী ৩০শে সেপ্টেম্বর ২০২০ তারিখ পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে ফি ছাড়াই বাড়িয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, করোনা মহামারির প্রাদুর্ভাবের কারনে অনেক প্রবাসী দেশে ছুটিতে গিয়ে দেশে আটকে পড়েছন আবার অনেকে ছুটি লাগিয়েও বিমান চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন। সৌদি সরকারের এমন সিদ্ধান্তের মধ্য দিয়ে তাদের সকলেরই দু:শ্চিন্তার অবসান হলো।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন