উমরাহ করতে গিয়ে বাস দুর্ঘটনায় সৌদিতে নিহত তিন

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুক থেকে ৩১০ কিলোমিটার দূরে বাস দুর্ঘটনায় তিনজন মিশরীয় মারা গেছেন। এরা সবাই সেখানে উমরাহ করতে গিয়েছিলেন।

|| সারাবেলা প্রতিনিধি, সৌদি আরব ||

সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবুক থেকে ৩১০ কিলোমিটার দূরে বাস দুর্ঘটনায় তিনজন মিশরীয় মারা গেছেন। এরা সবাই সেখানে উমরাহ করতে গিয়েছিলেন।

উটের সঙ্গে সাথে ধাক্কা খেয়ে বাসটি উল্টে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি ১৬জন উমরাহযাত্রি নিয়ে মিশর থেকে মক্কা মুকাররমার উদ্দেশ্যে আসছিল। বাকি ১৩ জন যাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

মিশরীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী গণমাধ্যমে জানান, জেদ্দায় মিশরীয় কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষের সহায়তায় নিহতদের উদ্ধার করে স্হানীয় হাসপাতালের মর্গে পাঠায় ও আহতদের চিকিৎসা নিশ্চিত করে।

সংবাদ সারাদিন