ভোলায় ১০ মিনিটের টর্নেডোয় লণ্ডভণ্ড শতাধিক ঘরবাড়ি

স্থানীয়রা জানান, রাত তিনটার দিকে হঠাৎ আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টর্নেডো আঘাত হানে। ১০ মিনিটের মধ্যে ওই এলাকার বহদ্দারহাট, উচাপুল, মাজেদের দোকান ও ভুলাইমোড় এলাকার শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়। টর্নেডোর আঘাতে বেশ কিছু বড় গাছ উপড়ে পড়ায় চরফ্যাশন-বেতুয়া সড়ক বন্ধ হয়ে যায়। রোববার সকালে স্থানীয়রা রাস্তা থেকে গাছ অপসারণ করে

|| সারাবেলা প্রতিনিধি, ভোলা ||

ভোলার চরফ্যাশন উপজেলায় আকষ্মিক টর্নেডোর আঘাতে প্রায় শতাধিক বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর চাপা পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।

শনিবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টর্নেডো আঘাত হানে।

স্থানীয় অধিবাসী মো. রাজিব মাতুব্বরসহ অন্যরা জানান, রাত তিনটার দিকে হঠাৎ আছলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে টর্নেডো আঘাত হানে। ১০ মিনিটের মধ্যে ওই এলাকার বহদ্দারহাট, উচাপুল, মাজেদের দোকান ও ভুলাইমোড় এলাকার শতাধিক ঘরবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়। টর্নেডোর আঘাতে বেশ কিছু বড় গাছ উপড়ে পড়ায় চরফ্যাশন-বেতুয়া সড়ক বন্ধ হয়ে যায়। রোববার সকালে স্থানীয়রা রাস্তা থেকে গাছ অপসারণ করে।

টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের মধ্যে প্রাথমিকভাবে ইব্রাহীম ভুলাই, মাওলানা ছালাহ উদ্দিন, আবুল কালাম, কাঞ্চন, মাহবুব ও আবুল কালাম মাঝির নাম পাওয়া গেছে। এছাড়া বহু ঘরের আসবাবপত্র ও দুইটি অটো রিক্সাসহ ৩০টি বসতঘর ও ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।

রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার বিতরণ করেন।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, টর্নেডোর আঘাতে ৫৫ থেকে ৬০টি ঘর বিধ্বস্ত হয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে তাদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছি। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্তদের তালিকা করে চাল, ঢেউ টিন ও নগদ টাকা দেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন