|| অনলাইন প্রতিনিধি, বরিশাল ||
ইতোমধ্যেই খুলে দেওয়া শিল্প কারখানাগুলোতে করোনা স্বাস্থবিধি মানা হচ্ছে কিনা তা তদারক করেছ বরিশাল জেলা প্রশাসন। নির্বাহি ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত সদর উপজেলার পাংশায় অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের কারখানায় যায়। স্বাস্থ্যবিধি মেনে কারখানা পরিচালনা করায় মালিক কর্তৃপক্ষকে সাধুবাদ জানান ম্যাজিস্ট্রেট। এই ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিরাপত্তা সহায়তা দিচ্ছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমান জানান, করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে আমরা শিল্প প্রতিষ্ঠানগুলো ঘুরে দেখছি। অমৃত কনজুমার ফুড প্রোডাক্টসের কারখানাতে স্বাস্থ্যবিধি মেনেই শ্রমিক কর্মচারিরা কাজ করছে। এই ধারা অব্যাহত রাখার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
অমৃত কনজ্যুমার প্রডাক্টসের ব্যাবস্থাপনা পরিচালক ভানু লাল দে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা প্রতিষ্ঠান চালু রেখেছি। ফ্যাক্টরিতে প্রবেশের সময় সকল স্টাফকে জীবানুনাশক স্প্রে এবং তাদের শরীরের তাপমাত্রা মাপা হয়। এছাড়াও কাজের সময় সকলকেই মাস্ক পরতে হয় এবং একজন থেকে আরেকজনের দুরত্বও চার ফুটের বেশি রাখা হয়েছে।
এরআগে বরিশালের বিসিক শিল্প নগরীতে অবস্থিত ফরচুন সুজ লিমিটেডের কারখানায় যান জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।