|| সারাবেলা প্রতিনিধ, গাজীপুর ||
‘‘মুজিব বর্ষে স্বাস্থ্য খাত, এগিয়ে যাবে অনেক ধাপ’’ এই প্রতিপাদ্যে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল বীর শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার ২৬শে মার্চ স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগ কার্যালয়ে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে এই আলোচনা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী বৃষ্টি সরকার।
সভা সঞ্চালনা করেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. খলিলুর রহমান। দোয়া পরিচালনা করেন মাওলানা নূর ইসলাম।
সভাপতির বক্তব্যে বৃষ্টি সরকার বলেন, ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত হয় আমাদের এই মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য পৃথিবীর অন্য কোন দেশকে এতো ত্যাগ, তিতিক্ষা করতে হয়নি।
তিনি এও বলেন, আর এত রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অন্যকোন দেশকে স্বাধীনতা পেতে হয়নি। অন্যদিকে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধের জন্য হারাতে হয়েছে মা-বোনদের ইজ্জত, হারাতে হয়েছে ত্রিশ লক্ষ মানুষ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন-স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) গাজীপুর বিভাগের সহকারী প্রকৌশলী মো. আবুল খায়ের, ঠিকাদার ও প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, ঠিকাদার মো. আশরাফুল হক চৌধুরী (কলি), ঠিকাদার মো. তুহিনসহ প্রমুখ।