সোনারগাঁয়ে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরেহী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ার সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

|| সারাবেলা প্রতিনিধি, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ ||

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রা‌ক চাপায় মোটরসাইকেল আরোহী মামা-ভাগ্নে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগড়াপাড়ার সা‌দিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে নারায়নগঞ্জ জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার সদর থানার বেকিটেকের আশারা এলাকার রহমত আলী (৩৭) ও তার ভাগ্নে‌ ছায়েদ মিয়া (৩০)।

কাঁচপুর হাইওয়ে থানা পু‌লিশের‌ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ম‌নিরুজ্জামান জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটর সাইকেলযোগে ছায়েদ মিয়া ও রহমত আলী ঢাকা যাচ্ছিলেন।

পথে মোগড়াপাড়া সাদিপুর এলাকার পল্লী বিদ্যুতের সামনে পৌঁছলে পেছন দিক আসা বেপরোয়া গতিতে এক‌টি ট্রাক (ট-১৪-৮২০৭) মোটর সাইকেলটি‌কে ধাক্কা দিলে মটর আরোহীরা রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে স্থানীয়রা।

সংবাদ সারাদিন