|| সারাবেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)||
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট বাতাস ও জলোচ্ছাসে টেকনাফে সাগরের বুকে জেগে থাকা পর্যটন রাণী সেন্টমার্টিন এবং শাহপরীরদ্বীপ এলাকায় বসত-বাড়ি, জেটিঘাট ও মাছ শিকারী ট্রলারের ক্ষতি সাধিত হয়েছে।
বুধবার ২৬মে সকাল ৮টা থেকে সাগরের জোয়ার শুরু হয়ে দুপুর পর্যন্ত স্থির থাকেন। এসময় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের সাথে জলোচ্ছাসের অতিরিক্ত পানি বৃদ্ধি পেয়ে দমকা বাতাসের চাপে দ্বীপের বিভিন্ন পয়েন্ট দিয়ে পানি ঢুকে পড়ে।
![](https://i0.wp.com/sangbadsarabela.com/wp-content/uploads/2021/05/Teknaf-Pic-A-1-26-04-21.jpg?resize=720%2C432&ssl=1)
উত্তাল ঢেউ, প্রবল বাতাসের প্রভাবে দ্বীপের উত্তর-পূর্ব বীচ, গলাচিপা, কোনাপাড়া, নজরুল পাড়ায় প্লাবনে প্রায় অর্ধশত বসত-বাড়ি ডুবে যায়। পানি নেমে গেলে বেশ কয়েকটি ঘর ও মাছ শিকারী ট্রলারের ক্ষতি সাধিত হয়। এছাড়া পর্যটক জেটির বিভিন্ন অংশে ভাঙ্গন ধরেছে। এছাড়া শাহপরীরদ্বীপে বেড়িবাঁধের বাইরে দেড়শ পরিবারসহ বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্থ হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিগণ এসব ক্ষয়ক্ষতির সত্যতা স্বীকার করেন।
এই ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ চৌধুরী জানান, ঘূর্ণিঝড় ইয়াবার প্রভাবে পর্যটন দ্বীপ সেন্টমার্টিনে ব্যাপক ভাঙ্গনের খবর পাওয়া গেছে। এছাড়া শাহপরীর দ্বীপে দেড়শ পরিবার ও সেন্টমার্টিনে শতাধিক পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে।
সেন্টমার্টিনে বিজিবি এবং শাহপরীরদ্বীপে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যস্থতায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন সকলের আন্তরিকতায় সহসাই এই দুঃসময় কেটে যাবে।