সুনামগঞ্জে ২০টাকা নিয়ে সংঘর্ষে ১জনের মৃত্যু

সুনামগঞ্জে ২০টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে  বাপ্পি মিয়া নামে ১জনের মৃত্যু হয়েছে। নিহত বাপ্পি মিয়া সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর

||সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||

সুনামগঞ্জে ২০টাকা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে  বাপ্পি মিয়া নামে ১জনের মৃত্যু হয়েছে। নিহত বাপ্পি মিয়া সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের ফজিল হকের ছেলে। এঘটনায় ২জন আহত হয়েছেন। তারা হলেন, হ্নদয় মিয়া (২৮) ও তার বন্ধু হাসান মিয়া (২৭)।

শনিবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মইনপুর গ্রামের মুদি দোকানদার ইকবাল হোসেন একই গ্রামের ফজিল হকের ছেলে বাপ্পি মিয়ার কাছে দোকান বাকি বাবদ ২০টাকা পাওনা ছিল। শনিবার রাত ৮টায় বাড়ির সামনের রাস্তায় দোকান বাকির ২০টাকা নিয়ে বাপ্পি মিয়ার সাথে মুদি দোকানদার ইকবাল হোসেনের ছেলে হ্নদয় মিয়া ও তার বন্ধু একই গ্রামের জসিম মিয়ার ছেলে হাসান মিয়া মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতি হয়।

এসময় ধারালো অস্ত্র দিয়ে বাপ্পি মিয়ার পেটে আঘাত করে হ্নদয় মিয়া ও হাসান মিয়া পালিয়ে যায়। আর বাপ্পি মিয়া জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। এঘটনার খবর পেয়ে এলাকার লোকজন এসে বাপ্পি মিয়াকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাত সাড়ে ৮টায় পথে তার মৃত্যু হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি শহিদুর রহমান জানান, ধারালো ছুরির আঘাতের অতিরিক্ত রক্তক্ষরণের কারণে বাপ্পি মিয়ার মৃত্যু হয়েছে,রাতেই লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনার মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন