|| সারাবেলা প্রতিনিধি, সুনামগঞ্জ ||
সুনামগঞ্জে মাইক্রোবাস, নগদ টাকা ও গাঁজার চালানসহ ৪ জন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।শনিবার ১৭ জুলাই বেলা ১১টায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাঘারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের মৃত হাসন আলীর ছেলে সাইফুর রহমান সেলিম (৩৩), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিদলপুর গ্রামের আব্দুল মোতালিবের ছেলে মোঃ মঞ্জুর হোসেন (৩৮), বি.বাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কেশবপুর গ্রামের মোঃ আক্রাম আলীর ছেলে আক্তার মিয়া (১৯) ও এয়ারপোর্ট থানার পাঠানটুলা এলাকার মৃত রানা মিয়ার ছেলে মোঃ কামাল মিয়া (২৮)।
র্যাব ও এলাকাবাসী সূত্রে জানা গেছে- গতকাল শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের লে. কমান্ডার সিঞ্চন আহমদের নেতৃত্বে জেলার ছাতক উপজেলার পীরপুর গ্রামের মাদক ব্যবসায়ী সাইফুর রহমান সেলিমের বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০কেজি ৭শ গ্রাম গাঁজা ও নগদ ২০হাজার টাকাসহ বহিরাগত মাদক ব্যবসায়ী মঞ্জুর হোসেন, আক্তার মিয়া, কামাল মিয়া ও সাইফুর রহমানকে গ্রেফতার করা হয়। এসময় মাদক পাঁচারের কাজে ব্যবহার করা একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। এরপর রাতেই গ্রেফতারকৃত ৪ মাদক ব্যবসায়ীদেরকে ছাতক থানায় হস্তান্তর করা হয়।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন এঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, গ্রেফতারকৃত ৪জনের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।