সাভারে বাবা-মাকে খুঁজছে পথহারানো এক শিশু

ছেলেটিকে মুক্তির মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বাক-প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের পরিচয় জানাতে পারছে না। শিশুটির পরিবারের খোঁজ করা হচ্ছে।

|| সারাবেলা প্রতিনিধি,  সাভার ||

বাবা-মাকে খুঁজছে পথ হারানো ৮ বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক শিশু। সেইসাথে শিশুটির পরিবারকে খুঁজে পেতে চেষ্টা করছে পুলিশ ও উপজেলার সমাজসেবা দায়িত্বরত কর্তা ব্যক্তিরা। শনিবার সকালে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর জানান, বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার মুক্তিরমোড় এলাকায় শিশুটিকে পাওয়া যায়।

শিশুটির পরনে ছিল গেঞ্জি এবং থ্রি কোয়ার্টার প্যান্ট। তার শরীরের রঙ শ্যাম বর্ণের এবং মুখমন্ডল লম্বা আকৃতির।

উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুর জানান, ছেলেটিকে মুক্তির মোড় এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটি বাক-প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের পরিচয় জানাতে পারছে না। তবে শিশুটির পরিবারের খোঁজ করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

সাভার উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শিবলী জামান জানান, এখনো পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাই শিশুটিকে মিরপুর শিশু অভয়াশ্রম কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে। শিশুটির পরিবারের সন্ধান পেলে তারা সেখান থেকে ফিরিয়ে নিতে পারবে বলে জানান তিনি।

সংবাদ সারাদিন