সাংবাদিক মুজাক্কির খুনের প্রতিবাদ কুড়িগ্রামে

বক্তারা, সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তারা।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

নোয়াখালীর কোম্পানিগঞ্জের দৈনিক সমাচার ও বার্তা বাজার ডট কমের সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কুড়িগ্রাম মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের সংবাদ কর্মীরা অংশ নেন।

মানববন্ধনে খুনের বিচার ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা দাবিতে বক্তব্য রাখেন, চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সোহেল রানা, দৈনিক কুড়িগ্রাম খবরের সম্পাদক এস এম ছানালাল বকসী প্রমুখ।

বক্তারা, সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন তারা।

প্রসঙ্গত, গত ১৯শে ফেব্রুয়ারি সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির নোয়াখালীর চাপরাশির হাট বাজারে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গুলিতে আহত হন। পরদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান মুজাক্কির।   

সংবাদ সারাদিন