সংশ্লিষ্টদের সঙ্গে পরিচিতি হলেন জামালগঞ্জ উপজেলা চেয়ারম্যান

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব। সকল কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি।

|| সারাবেলা প্রতিনিধি, হাওরাঞ্চল (সুনামগঞ্জ) ||

জামালগঞ্জ উপজেলা পরিষদের সকল বিভাগীয় প্রধান ও ইউপি চেয়ারম্যানদের সঙ্গে পরিচিতি পর্ব সারলেন নতুন নির্বাচিত চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই পরিচিতিসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন নারী ভাইস চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী রাজু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদুয়ানুল হালিম, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রানী মোদক, জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম।

এছাড়াও যারা বক্তৃতা করেন তারা হলেন, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো. দুলাল মিয়া, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমানসহ সকল দপ্তরের প্রধানগণ।

একইদিন বিকেলে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। সংবর্ধনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামানের স ালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক মাস্টার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. রজব আলী, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ। প্রয়াত উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব। সকল কাজে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন