লালমোহনে টাকা ও ইফতার পেলো প্রতিবন্ধিরা

|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||

করোনাদুর্গত শতাধিক বধির ও বিশেষ মানুষকে নগদ অর্থ ও ইফতার সামগ্রী দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য নুরন্নবী চৌধুরী শাওন। সোমবার সকালে উপজেলার বদরপুর “নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয়” মাঠে বিশেষ মানুষদের এসব সহায়তা তুলে দেওয়া হয়।

এসময় এমপি শাওন বলেন, প্রতিবন্ধিরা ও সমাজের অংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার সকল দূর্যোগে অসহায়দের পাশাপাশি প্রতিবন্ধিদের ও খোঁজ রাখেন। প্রধানমন্ত্রীর পক্ষে করোনার প্রভাবে অসহায় প্রতিবন্ধিদের মাঝে অর্থ ও ত্রাণ বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমূখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন