|| সারাবেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ ||
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গিয়াস উদ্দিন (৩১) নামে এক পোশাকশ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার তারাব পৈারসভার রূপসী খাদুন এলাকার ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, দুই মাস আগে গিয়াস উদ্দিন ও তার স্ত্রী বাসা ভাড়া নিয়ে ছিলেন রূপগঞ্জের খাদুন এলাকায়। শনিবার গিয়াসের স্ত্রী ও সন্তানকে চাষাড়ায় শশুর বাড়িতে রেখে ভাড়া বাসায় একাই ফিরেন। রাতে ওই ভাড়া বাসায় ঘুমিয়েছেন তিনি । সকালে ঘুম থেকে উঠে পার্শ্ববর্তী ভাড়াটিয়ারা তার গলাকাটা লাশ দেখে পুলিশে খবর দেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান সংবাদ সারাবেলাকে জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও উদঘাটন করতে পারিনি। তবে তদন্ত চলমান রয়েছে। নিহতের স্বজনদের সাথে কথা হয়েছে এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।