|| সারাবেলা প্রতিনিধি, রামপাল (বাগেরহাট) ||
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহসংস্থান কার্যক্রম শুরু হচ্ছে শনিবার। এ উপলক্ষ্যে রামপালে প্রেসব্রিফিং করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে প্রেসব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
তিনি বলেন, আগামী ২৩শে জানুয়ারি শনিবার সকাল ৯টায় সারাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে উপকার ভোগীদের মাঝে জমি ও গৃহ সংস্থান কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন। ওই দিন রামপাল উপজেলায় অনুষ্ঠানের মাধ্যমে ১০ টি গৃহহীন পরিবারের মাঝে এসব ঘর দেওয়া হবে। সভায় ইউপি চেয়ারম্যান নূরুল আমিন, পিআইও মতিউর রহমান, রামপাল প্রেসক্লাব সভাপতি হাওলাদার আবদুল হাদী, সাধারন সম্পাদক সাইফুল আলম বকতিয়ারসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।