যুবলীগ নেতার গুদাম থেকে ১২’শ বস্তা চাল উদ্ধার

অনলাইন প্রতিনিধি, নারায়ণগঞ্জঃ

নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাবেদ ভূইয়ার গুদাম থেকে ১২’শ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চাল মজুতকৃত গোডাউনটি সিলগালা করা হয়েছে।

বুধবার ২৯ এপ্রিল রাত ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর কেওঢালা এলাকায় অবস্থিত হায়দারী গার্মেন্টসে অভিযান চালিয়ে প্রায় ১২’শ মজুতকৃত চালের বস্তা উদ্ধার করে পুলিশ। অভিযানটিতে নেতৃত্ব দেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।

স্থানীয়রা জানান, মদনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদের প্রভাব খাটিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ড চালান ।সে ডাবল হত্যা মামলা ও দুটি আলাদা হত্যা মামলার পলাতক আসামী।এসকল মামলায় পুলিশকে ম্যানেজ করে পুলিশের তালিকায় পলাতক আসামী হয়ে নানা অপকর্ম চালান এই নেতা।

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার জানান, অভিযুক্ত প্রাথমিকভাবে জানিয়েছে চাল গুলো বন্দরের গরীবদের দেয়ার জন্য নওগাঁ জেলার এক ব্যবসায়ী বন্ধু তাকে দিয়েছে।এগুলো দান করার জন্য মজুত রেখেছে। আমরা গোডাউনটি সিলগালা করে দিয়েছি। যদি সঠিক প্রমাণ দিতে না পারে এগুলো গরীবদের মাঝে বিতরণ করা হবে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন