মোরেলগঞ্জে ইজিবাইকে বাসের ধাক্কায় নিহত ১ আহত-২

দুর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট স্তুপ করে রাখা ছিলো। ধারণা করা হচ্ছে ইটের স্তূপের কারণে ইজিবাইকটিকে দেখতে পায়নি বাসের চালক। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইজিবাইকে বাসের ধাক্কায় ইজিবাইক আরোহী রুস্তম শিকদার নিহত হয়েছেন। তার বয়স ৬০ বছর। বৃহস্পতিবার ১০টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের উপজেলার জোকা এলাকায় ইমা পরিবহনের একটি বাস চলন্ত ইজিবাইককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ইজিবাইকচালক রানা (২৬) ও নিহত রুস্তমের স্ত্রী ফিরোজা বেগম (৫০) গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রুস্তম শিকদার উপজেলার চিংড়াখালী ইউনিয়নের দক্ষিণ নারকেল বাড়িয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার স্থলে রাস্তার পাশেই ইট স্তুপ করে রাখা ছিলো। ধারণা করা হচ্ছে ইটের স্তূপের কারণে ইজিবাইকটিকে দেখতে পায়নি বাসের চালক। ফলে এ দুর্ঘটনা ঘটেছে।

মোরেলগঞ্জ থানার এসআই তরিকুল ইসলাম জানান, চিংড়াখালী থেকে স্ত্রীসহ ইজিবাইকযোগে মোরেলগঞ্জ যাচ্ছিলেন রুস্তম শিকদার। পথে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের জোকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি বাস ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান রুস্তম শিকদার। এ সময় রুস্তমের স্ত্রী ফিরোজা ও ইজিবাইকচালক রানা গুরুতর আহত হয়।

খবর পেয়ে পুলিশ রুস্তমের মরদেহ থানায় এনেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। বাসটিকে জব্দ করা হলেও চালক ও গাড়িটির সহযোগী পালিয়ে গেছে।

সংবাদ সারাদিন