মেহেরপুরে ফেনসিডিলসহ আটক ২

|| সারাবেলা প্রতিনিধি, মেহেরপুর ||

মেহেরপুরে ৫১ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

রোববার রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগরের সোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো মুজিবনগর সোনাপুর এলাকায় নতুন পাড়ার ইসলাম বিহারীর ছেলে শাওন শেখ (২২) ও তাহাজ উদ্দিনের ছেলে মাসুদ আলী (২০)।
মেহেরপুর জেলা ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মুজিবনগর থানার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে ৫১ (একান্ন) বোতল ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মুজিবনগর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

সংবাদ সারাদিন