|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জের মুক্তারপুরে ৩ হাজার ৩’শ কেজি (৮২.৫মণ) বিক্রয় নিষিদ্ধ অবৈধ জাটকা মাছ উদ্ধার করেছে মুক্তারপুর নৌ পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৯লক্ষ ৯০ হাজার টাকা ।
সোমবার ২২শে ফেব্রুয়ারি মধ্য রাতে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী-৪ লঞ্চে বিশেষ অভিযান চালায় নৌ পুলিশ।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধলেশ্বরী নদীতে ভোলা থেকে ঢাকাগামী কর্ণফুলী ৪ নামের লঞ্চ থেকে ৩৩০০ কেজি অবৈধ জাটকা মাছ উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত জাটকাগুলো মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা টিপু সুলতানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা সহ দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়