|| সারাবেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ ||
মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় আলামিন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। এঘটনায় এরফান(১৯) নামের অপর আরেক যুবককে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়েছে।
সোমবার ১৫ই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ষোলঘর উমপাড়া এলাকায় এদূর্ঘটনা ঘটে।
নিহত আলামিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসানাবাদ এলাকার মো: মোস্তফার ছেলে, আহত এরফান একই এলাকার দুলু মিয়ার ছেলে।
হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ আবজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের মাওয়া থেকে ঢাকাগামী মোটরসাইকেলটি মাওয়া এক্সপ্রেসওয়ের উমপাড়া এলাকায় পৌছাঁলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেলিংয়ে ধাক্কা লাগে।