|| সারাবেলা প্রতিনিধি, রংপুর ||
জেলার মিঠাপুকুরে ষষ্ট শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ৩১শে জুলাই দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী জানায়, মিঠাপুকুর উপজেলার বালুয়ামাসিমপুর বাজারের কসমেটিকস দোকানদার দেলোয়ার হোসেন স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর এক ছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে মেয়েটিকে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক করে। এরপর অভিযুক্ত দেলোয়ার নানা টালবাহানায় ওই ছাত্রীকে এড়িয়ে চলতে থাকলে ওই ছাত্রী স্বজনদের কাছে ঘটনাটি ফাঁস করে দেয়। পরে ওই ছাত্রীর বাবা মিঠাপুকুর থানায় এ ব্যাপারে মামলা করলে পুলিশ অভিযুক্ত দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে।
দেলোয়ার হোসেন মিঠাপুকুর উপজেলার চানটারী গ্রামের তারিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী বালুয়ামাসিমপুর উচ্চ বিদ্যালয়ের রাস্তা থেকে অভিযুক্ত দেলোয়ারের কসমেটিকস দোকান বন্ধ করে দেয়ার দাবীসহ কঠোর শাস্তি দাবী করেছেন।