|| অনলাইন প্রতিনিধি, ভোলা ||
ভোলায় করোনায় নতুন করে আরো তিনজন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন স্থানীয় হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এখন ৮। রোববার রাত ১০ টার দিকে নতুন আক্রান্তদের রিপোর্ট পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে একজন দৌলতখান হাসপাতালের ল্যাব অ্যাসিস্ট্যান্ট, তার বয়স ৪২ বছর। অন্য দুইজন লালমোহন উপজেলার ২২ বছরের এক নারী ও চরফ্যাশন উপজেলার ২২ বছরের এক যুবক। এদের মধ্যে দু’জনই ভোলা সদরে রয়েছেন। সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন হাসপাতালে এবং বাকিরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। রোববার রাতেই সদর উপজেলার চরনোয়াবাদ ও কালিবাড়ী রোডে ২টি বাড়ি লকডাউন করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, গত ৭ই মে চরফ্যাশনের ওই যুবক জ্বর, সর্দি ও কাশি নিয়ে হাসপাতালে আসেন। তার শরীরে করোনার উপসর্গ থাকায় তার রক্তের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার পর ফলাফল পজেটিভ আসে। এ জন্য চরফ্যাশনে একটি বাড়ি লকডাউন করা হয়েছে।
অন্যদিকে লালমোহন উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান জানান, লালমোহনের আক্রান্ত নারী গত মাসে ঢাকা থেকে আসায় স্থানীয় কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে ৮ই মে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। তারও ফলাফল পজেটিভ আসে। এতে করে ওই নারীর ঘরসহ আরো ছয়টি ঘর লকডাউন করা হয়েছে। তবে এখনও তার শরীরে করোনার কোনো উপসর্গ দেখা দেয়নি।
উল্লেখ্, ভোলায় এর আগে পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরা হলেন সদর উপজেলায় তিন জন, বোরহানউদ্দিনে একজন ও মনপুরায় একজন। এসব আক্রান্তের সবাই এখন সুস্থ।