ভেড়ামারায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

কুষ্টিয়ার ভেড়ামারায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ।শুক্রবার ১৬ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড পূর্ব ভেড়ামারায় এই ঘটনা ঘটে।

ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জিহাদ ওরফে ধলা(১৬) কে আটক করা হয়। সে একই এলাকার আব্বাস আলীর পুত্র।

স্থানীয়রা শিশুকে উদ্ধার করে থানায় খবর দিয়ে ভেড়ামারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত জিহাদকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

জানা যায়, ৬ বছর বয়সী শিশুর বাড়ির পাশে খেলা করছিল। এমন সময় জিহাদ তাকে প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঐ বাড়িতে অন্য কেউ ছিল না। শিশুটি চিৎকার দিলে প্রতিবেশিরা এসে জিহাদকে আটক করে ও শিশুকে উদ্ধার করে।

থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছে। অভিযুক্ত জিহাদকে আটক করা হয়েছে এবং আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদ সারাদিন