বিদ্যুত ফিরলো সিলেট শহরে

গত মঙ্গলবার (১৭ই নভেম্বর) সকাল সোয়া ১১টায় নগরের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ ছিল না সিলেট নগরে। এর প্রায় ৩১ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় নগরের প্রায় ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও অন্ধকারে থেকে যায় কিছু এলাকা।

|| সারাবেলা প্রতিনিধি, সিলেট ||

প্রায় ৫৫ ঘন্টা পর শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে সিলেট নগর। এর সঙ্গে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বিদ্যুৎবিহীন এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এতে দুর্ভোগ থেকে রেহাই পেলেন সিলেটের মানুষ।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় নগরের বিদ্যুৎবিহীন অংশে বিদ্যুৎ সরবরাহ করা হয়। তবে আপাতত এই বিদ্যুত সরবরাহকে পরীক্ষামূলক বলে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সিলেটের সহকারী পরিচালক জুয়েল রানা।

তিনি বলেন, ‌‘যেহেতু ফিডগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাই দ্রুত মেরামত করে আপাতত বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। তবে এখন পিকআওয়ার থাকার কারণে কিছু এলাকায় লোডশেডিং হতে পারে। আজ (বৃহস্পতিবার) রাত ১০টার পর থেকে লোডশেডিং থাকবে না। আগামী ১/২ দিনের মধ্যে পুরাপুরি মেরামত কাজ শেষ হয়ে যাবে। বিদ্যুৎ লাইন মেরামতের প্রয়োজনে বিদ্যুৎ সরবারহ বন্ধ রেখে মেরামতের কোনো কাজ লাগলে তা করা হবে।’

গত মঙ্গলবার (১৭ই নভেম্বর) সকাল সোয়া ১১টায় নগরের কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ ছিল না সিলেট নগরে। এর প্রায় ৩১ ঘণ্টা পর বুধবার সন্ধ্যায় নগরের প্রায় ৭০ শতাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হলেও অন্ধকারে থেকে যায় কিছু এলাকা।

এদিকে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় নগরের বিভিন্ন এলাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছিল। বিশেষ করে সিলেট নগরের বাসা-বাড়িতে দেখা দিয়েছিল পানির তীব্র সংকট। প্রয়োজন মেটাতে লোকজন বালতি, ড্রাম কিংবা কলস নিয়ে ছুটেছেন পানির খোঁজে। যেখানে টিউবওয়েল আছে, সেখানেই ভিড় করেছেন মানুষ।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে সিলেটের কুমারগাঁও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে আগুন লাগে। এতে পুরো সিলেট বিভাগ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এরপর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর দুপুর সোয়া ১২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর বুধবার সন্ধ্যায় সিলেটের বেশ কিছু এলাকায় দেওয়া হয় বিদ্যুৎ সংযোগ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন