বিডিনিউজ সম্পাদকের জামিন প্রশ্নে রুল হাইকার্টের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

|| সারাবেলা প্রতিনিধি, উচ্চ আদালত ||

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। এ বিষয়ে আগামী ১০ দিনের মধ্যে সংশ্লিষ্টদের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে দুদকের পক্ষে শুনানি করেন খুরশিদ আলম খান। এদিন সকালে তৌফিক ইমরোজ খালিদীর জামিন স্থগিত চেয়ে আবেদন করে দুনীর্তি দমন কমিশন।

এর আগে গত ২৫শে নভেম্বর দুর্নীতি দমন কমিশনের মামলায় ঢাকার জজ আদালত থেকে স্থায়ী জামিন পান তৌফিক ইমরোজ খালিদী। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ ইমরুল কায়েশ গত বুধবার তৌফিক ইমরোজ খালিদীর জামিন আবেদন মঞ্জুর করেন।

এরআগে গত ৩০ জুলাই দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১-এ ওই মামলা দায়ের করেন। মামলার এজাহারে বলা হয়েছে, তৌফিক ইমরোজ খালিদী এইচএসবিসি, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, সাউথ ইস্ট ব্যাংক লিমিটেড এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের বিভিন্ন হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন, যার বৈধ কোনো উৎস নেই। ভুয়া কাগজপত্র সৃষ্টি করে অবৈধ প্রক্রিয়ায় প্রতারণার মাধ্যমে তিনি উক্ত টাকা অর্জন করেছেন মর্মে প্রাথমিক তথ্য-উপাত্তে প্রমাণিত। তৌফিক ইমরোজ খালিদী উক্ত অস্থাবর সম্পদ অসাধু উপায়ে অর্জন করেছেন, যা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে এজাহারে অভিযোগ আনা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন