বাগেরহাটের কমিউনিস্ট নেতা মুক্তিযোদ্ধা রেজাউল করিম আর নেই

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) বাগেরহাট জেলার সাবেক সভাপতি সংগ্রামী জননেতা কমরেড এ্যাডভোকেট এস এম রেজাউল করিম বুধবার রাতে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য অসুসারী শুভানুধ্যায়ী রেখে গেছেন।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির(সিপিবি) বাগেরহাট জেলার সাবেক সভাপতি সংগ্রামী জননেতা কমরেড এ্যাডভোকেট এস এম রেজাউল করিম বুধবার রাতে মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য অসুসারী শুভানুধ্যায়ী রেখে গেছেন।

বৃহস্পতিবার বাগেরহাট সিপিবি’র জেলা কার্যালয়ের সামনে কাস্তে-হাতুড়ির লাল পতাকায় মোড়ানো তাঁর মরদেহে শ্রদ্ধা জানান দলীয় নেতা-কমী-সহ সর্বস্তরের মানুষ। স্থানীয় জেলা আইনজীবী সমিতি ও স্বাধীনতা উদ্যানে পৃথক জানাজা শেষে তাঁকে রাষ্ট্রিয় মর্যাদায় চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

অসাম্প্রদায়িক আপসহীন সাহসী এ মুক্তিযোদ্ধার মৃত্যুতে সিপিবি, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, ওয়ার্কার্স পার্টি, আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন