বাগেরহাটে আওয়ামী লীগের জনসভায় অপশক্তি মোকাবেলার প্রত্যয়

বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ত্যাগ ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল, বিশ্বের বিষ্ময়।

|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ত্যাগী হতে হবে। জনগনকে সাথে নিয়ে অপশক্তির মোকাবেলা করতে হবে। সচ্ছতার সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্ষমতার ধারাবাহিকতা রয়েছে বলেই বাংলার মানুষ আজ শান্তিতে আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ত্যাগ ও দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোলমডেল, বিশ্বের বিষ্ময়। শনিবার বিকেলে ফকিরহাটের কাটাখালী চত্তরে বাগেরহাট জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘গণতন্ত্র বিজয় দিবস’ উপলক্ষে স্বত:স্ফুর্ত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময় এমপি এ কথা বলেন।

তিনি আরো বলেন, পীর খানজাহানের স্মৃতিধন্য বাগেরহাটে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও মংলা বন্দর রয়েছে। এখানে বিদ্যুত কেন্ত্র, বিমান বন্দর, খুলনা-মোংলা রেল লাইন-সহ বহুমুখী উন্নয়ন কাজ চলছে। তিনি জনগনের কল্যানে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি তিনি আহব্বান জানান। তিনি পুলিশ ও র‌্যাব বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, অপরাধি যে দলের হোক না কেন তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন।’

ছবি: সংবাদ সারাবেলা

জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. বশিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিকদার এস এম আবু বক্কর সিদ্দিক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট শাহ-ই-আলম বাচ্চু, এ্যাডভোকেট ফদির উদ্দিন আহম্মেদ, এ্যাডভোকেট আলী আকবর, কাজী মাহফুজুর রহমান, ইদ্রিস আলী ইজারাদার, অধ্যাপক মোল্লা আবদুর রউফ, সরদার সেলিম আহম্মেদ, ডা. মো. মোশাররফ হোসেন, ফরিদা আক্তার বানু লুচি, এ্যাডভোকেট আজাদ ফিরোজ টিপু, পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, ফিরোজুল ইসলাম, সরদার মনোয়ার হোসেন টগর, তালুকদার আব্দুল বাকি, শিরিনা আক্তার, মুজিবুর রহমান খান, জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সদস্য সচিব সরদার আব্দুল কাদের ও শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু সহ বিভিন্ন নের্তৃবৃন্দ।

সভা শুরুর আগে বাগেরহাট জেলার ৯টি থানা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন হতে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে সভা স্থলে এসে হাজির হয়। এসময় সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা জনসমুদ্রে পরিনত হয়।

সংবাদ সারাদিন