বগুড়ায় বজ্রপাতে মারা গেলেন ৪ কৃষক

|| অনলাইন প্রতিনিধি, বগুড়া ||

বজ্রপাতে জেলার চার উপজেলায় মারা গেছেন ৪ জন। এরা পেশায় সবাই কৃষক। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময়ে আকাশ ভেঙ্গে বজ্র পড়তে থাকলে এসব কৃষক মারা যান। এরা সবাই কাহালু, ধুনট, শাজাহানপুর সারিয়াকান্দি উপজেলার মানুষ। আহত হয়েছেন অন্তত আরও ৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।

কাহালুতে যিনি মারা গেছেন তার নাম মোখলেছার রহমান। বয়স ৫৫। তিনি উপজেলার মালঞ্চা ইউনিয়নের এরুইল গ্রামের কছির উদ্দিনের ছেলে। দুপুরের দিকে ধান শুকানোর কাজ করছিলেন মোখলেছারসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত শুরু হলে মোখলেছারসহ তিনজন আহত হন। পরে তাদেও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসক মোখলেছারকে মৃত বলে জানান। অন্য দুইজন চিকিৎসা নিচ্ছেন।

বিকেলে ধুনটের মহিশুরা-সাতটিকরি এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার পথে সড়কের ওপর বাজ পড়লে সঙ্গে সঙ্গেই মারা যান ৪৫ বছর বয়সী আব্দুস সালাম। তিনি উপজেলার গোপালপুর গ্রামের দেরাজউদ্দিন সরকারের ছেলে।

এছাড়া শাজাহানপুর উপজেলায় যিনি মারা গেছেন তার নাম নূরুল ইসলাম। বয়স ৪০। বজ্রপাতে আহত নূরুলকে হাসপাতালে নেওয়ার পথে্ই তিনি মারা যান। হরিণগাড়ি গ্রামের বাসিন্দা নূরুল মোরশেদ আলমের ছেলে।

আরেকজন যিনি মারা গেছেন তার নাম লেবু মন্ডল। ৩৫ বছর বয়সী লেবু মাঠ থেকে গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতের শিকার হন। তার বাড়ি উপজেলার কাজলা ইউনিয়নের চরকুড়ি পাড়ায়। বাবার নাম বুলু মন্ডল।

সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকতারা জেলাজুড়েই বিকেলের দিকে প্রচণ্ড বজ্রপাত আর ঝড়ো বাতাস বইতে থাকে। এরইমধ্যে চার উপজেলার চারজনের মারা যাওয়ার তথ্য আমরা জানতে পেরেছি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন