|| সারাবেলা প্রতিনিধি, ফেনী ||
ফেনী শহরের শান্তিধারা আবাসিক এলাকা থেকে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিন আলকরা গ্রাম থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ ঘটনায় জড়িত মুশফিক আহম্মেদ সিফাত (১৮) কে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তাকে ফেনী থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
মুশফিক আহম্মেদ সিফাত কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পরিকোট গ্রামের মোস্তফা কামালের ছেলে। তারা বর্তমানে ফেনী পৌরসভার বারাহিপুর শান্তিধারা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করে।
র্যাব ও পারিবারিক সূত্র জানায়, ফেনীর একটি বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ওই স্কুলছাত্রীকে অভিযুক্ত মুশফিক আহম্মেদ সিফাত স্কুলে আসা-যাওয়ার সময় নানা ভাবে উত্যক্ত করতো। এক পর্যায়ে প্রেমের প্রস্তাব দেয়। ওই স্কুলছাত্রী অভিযুক্ত সিফাতের প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে তা প্রত্যাখান করে। এতে সিফাত ক্ষিপ্ত হয়ে গত (১৮ মে) মঙ্গলবার বিকেলে বাসার সামনে একা পেয়ে জোর পূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে ফেনী সদর থানায় ও ফেনী র্যাব ক্যাম্পে লিখিত অভিযোগ করেন। র্যাব সদস্যরা তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ওই তরুনের অবস্থান নির্ণয় করে পরদিন বুধবার রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিন আলকরা গ্রামে তার নানা মোশারফ হোসেনের বাড়ি থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ফেনী থেকে অপহৃত স্কুলছাত্রীকে অপহরণের একদিন পর কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দক্ষিন আলকরা গ্রাম থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।
ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, বৃহস্পতিবার ফেনী জেনারেল হাসপাতালে ওই স্কুলছাত্রীর শারিরীক পরীক্ষা ও আদালতে ২২ ধারায় জবানবন্দি শেষে তাকে বাবা-মায়ের জিম্মায় দেওয়া হয় এবং অপহরনের ঘটনায় গ্রেপ্তার তরুনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।